ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে সিদ্দিকুর দ্বাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে সিদ্দিকুর দ্বাদশ সিদ্দিকুর রহমান। ফাইল ফটো

এশিয়ান ট্যুরের বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে দ্বাদশ হয়েছেন সিদ্দিকুর রহমান। শেষ রাউন্ডে দুটি বার্ডির সঙ্গে তিনি বোগি করলেন পাঁচটি। তবে দেশি গলফারদের মধ্যে সবচেয়ে ভালো খেলা জামাল হোসেন শেষ রাউন্ডে ছয়টি বার্ডি করার সব মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলে যৌথভাবে দশম হয়েছেন।

শনিবার (০৪ এপ্রিল) কুর্মিটোলা গলফ কোর্সে শেষ রাউন্ডে পারের চেয়ে ১৯ শট কম খেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের গলফার সাদোম কায়েওকানজানার। ভারতের অজিতেশ সান্ধু ও পারের চেয়ে ১৮ কম নিয়ে দ্বিতীয় ও ১৭ শট কম নিয়ে রশিদ খান তৃতীয় হয়েছেন।

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচ আসরের সবকটিতেই বিদেশিরা সেরা হয়েছে। সিদ্দিকুরের ২০১৭ সালে রানার্সআপ হয়েছিলেন। এবারের আসরের প্রাইজমানি ছিল সাড়ে তিন লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।