ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ক্রীড়াক্ষেত্রে সেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ক্রীড়াক্ষেত্রে সেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৮ সালের জরিপে দেশের ক্রীড়াক্ষেত্রে সেরা পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

আর বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকী। পুপলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন তামিম ইকবাল।

বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম।

প্রতি বছরই ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়, পৃষ্ঠপোষক ও সংগঠকদের পুরস্কার দিয়ে আসছে বিএসপিএ। এর ধারাবাহিকতায় সংগঠনটি এবার তাদের পুরস্কৃত করেছে।

শনিবার (০৬ এপ্রিল) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি জমকালো অনুষ্ঠানে সেরাদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অঞ্জন চৌধুরী।

এদিকে, বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মন। বর্ষসেরা কোচ হয়েছেন নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন। এছাড়া সেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও টেনিসের মেহেদী হাসান আলভী।

১৯৬৪ সাল থেকে দেশের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে বিএসপিএ।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।