ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ভারত থেকে তিন স্বর্ণসহ বাংলাদেশের পাঁচ পদক জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, মে ৪, ২০১৯
ভারত থেকে তিন স্বর্ণসহ বাংলাদেশের পাঁচ পদক জয় ছবি: সংগৃহীত

কলকাতা-বাংলাদেশ কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশের কুস্তিগিরদের দারুণ সাফল্য এসেছে। কলকাতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক অর্জন করে বাংলাদেশের কুস্তিগীররা। 

ভারতের জাতীয় কুস্তি দলের প্রধান প্রশিক্ষক এবং ভারতের প্রথম আন্তর্জাতিক কুস্তি রেফারি সুধীর চন্দ্র শাহা’র জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজক পশ্চিম বঙ্গের কুস্তি ফেডারেশন।


 
পশ্চিমবঙ্গের কুস্তি ফেডারেশনের আমন্ত্রণে এ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। কলকাতার পঞ্চনন ব্যায়ামাগার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে ৮৬ কেজিতে কামরুজ্জামান, ৭০ কেজিতে মেহেদী হাসান এবং ৫৯ কেজিতে আইরিন আক্তার নিপা স্বর্ণপদক লাভ করেন।  

এছাড়া ৬২ কেজিতে চিং শানু মারমা রৌপ্য পদক এবং ৬০ কেজিতে জয়ন্ত রায় ব্রোঞ্জ পদক অর্জন করেন। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন মিজানুর রহমান এবং দলনেতা মেসবাহ উদ্দিন আজাদ।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।