ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

শতরান পেরুলো বাংলাদেশ, সৌম্য-মুশফিকের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৯
শতরান পেরুলো বাংলাদেশ, সৌম্য-মুশফিকের বিদায় সৌম্য-মুশফিকের বিদায়

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৫৯ রান আসে তাদের ব্যাট থেকে। অর্ধ শতক তুলে নেন সৌম্য। ৪১ বলে ৬৬ রান করে আউট হন তিনি। এরপর মুশফিক ২২ বলে ৩৬ রান করে বিদায় নেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৪উইকেটে ১৩৬ রান।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস।

বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।

বৃষ্টির পর আবার খেলা শুরু হলে ২৪ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়। নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তোলে ক্যারিবীয়রা। হোপ ৬৪ বলে ৭৪ রান করে আউট হন। অ্যামব্রিস ৬৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের মিরাজ একমাত্র উইকেটটি নেন। তবে বৃষ্টির আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাড়ায় ২৪ ওভারে ২১০ রান।

বাংলাদেশ সময়: ০২০৩  ঘন্টা, মে ১৮, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।