ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় পরাজয় বাংলাদেশ বনাম ইরানের মধ্যকার ইনডোর হকি: ছবি-সংগৃহীত

থাইল্যান্ডের চিনবুরিতে অনুষ্ঠিত ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেরদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইরানের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে রাসেল মাহমুদ জিমির দল।

ম্যাচের দুই অর্ধেই চারটি করে গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে জিমিরা।

৫ মিনিটে বাংলাদেশের জালে ৩ গোল দেয় ইরান। এরপর ১৬ মিনিটে আসে চতুর্থ গোল।

ইরান বাকি চারটি গোল করেন ২২, ৩০, ৩৯ ও ৪০ মিনিটে। নুরুজ্জাহেদ রেজা ৩টি, নুরানিয়ান হামিদ ২টি, আমির মাহদি, নাভিদ ও বেহদাদ ১টি করে গোল করেন।

প্রথমবারের মতো ইনডোর হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে। তাই টুর্নামেন্ট থেকে বিদায় অনেকটাই নিশ্চিত জিমি-সিটুলদের।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।