ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

সপ্তম স্থানে ইনডোর হকি শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
সপ্তম স্থানে ইনডোর হকি শেষ করল বাংলাদেশ হকি। ছবি: সংগৃহীত

সপ্তম স্থানে থেকে নিজেদের প্রথম ইনডোর এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। স্থান নির্ধারনী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারায় শিতুল-কৌশিকরা। 

চোনবুরিতে পুল ‘বি’র চতুর্থ দল চাইনিজ তাইপের বিরুদ্ধে শুরু থেকেই গতিময় ছিলো বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যায় ৫-০ গোলে।

দ্বিতীয়ার্ধে আসে আরো ৪ গোল। এর ফলে টুর্নামেন্টে প্রথম অংশ নেয়া দলগুলোর মধ্যে নিজেদের সেরা প্রমান করল লাল সবুজের প্রতিণিধিরা।  

দলের হয়ে ৫ ও ১৮ মিনিটে দুটি গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া ১৫ ও ২০ মিনিটে মিলন হোসেন, ২৬ ও ৩২ মিনিটে ফরহাদ আহমেদ শিতুল, ২০ মিনিটে রাসেল মাহমুদ জিমি, ২৮ মিনিটে মাইনুল ইসলাম কৌশিক ও ৩৩ মিনিটে খোরশেদুর রহমান গোলগুলো করেন।  

টুর্নামেন্টের নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপাইন যথাক্রমে হয়েছে অষ্টম, নবম ও দশম।
 
টুর্নামেন্ট শেষে আগামী ২২ জুলাই বিকেল ৫টায় ঢাকায় ফিরবে জাতীয় ইনডোর হকি দল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।