ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ইবির আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ইবির আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

এর আগে, একই স্থানে আন্তঃবিভাগ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় পুরুষ ক্যাটাগরিতে আইন বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়। মেয়ে ক্যাটাগরিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়।

এছাড়া ব্যাডমিন্টনে পুরুষ ক্যাটাগরিতে ফিন্যান্স এবং আইসিই বিভাগ সংযুক্ত চ্যাম্পিয়ন
হয়। মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে আইসিই বিভাগ চ্যাম্পিয়ন হয়।  

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন।

ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।