ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

এসএ গেমসের জন্য ব্যাডমিন্টনে আসছে বিদেশি কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
এসএ গেমসের জন্য ব্যাডমিন্টনে আসছে বিদেশি কোচ ছবি:বাংলানিউজ

আগামী ডিসেম্বরে নেপালের কাঠমান্ডুতে বসবে সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসর। এই আসরের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে ব্যাডমিন্টন দল। গুলিস্তানের উডেন ফ্লোর স্টেডিয়ামে ১৪জন শাটলার নিয়ে শুরু হয়েছে অনুশীলন।

এসএ গেমসে বাংলাদেশের বলার মতো তেমন কোনো সাফল্য নেই। বিগত আসরে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তষ্ট থাকতে হয়েছে।

তবে এবার লক্ষ্যটা আরও বড় কিছু বলে জানিয়েছেন খেলোয়াড়রা। বাংলানিউজকে জানিয়েছেন তাদের লক্ষ্যের কথা।

জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় এলিনা জানিয়েছেন এই অল্প সময়ে অনুশীলন দিয়ে ভালো ফলাফল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এসএ গেমসের জন্য এত অল্প সময়ের অনুশীলন দিয়ে স্বর্ণ পদক আশা করা বোকামি। তবে চেষ্টা করবো যে গত অাসরের ফলাফলটা ধরে রাখার জন্য। অার সারা বছর যদি অনুশীলনের ব্যবস্থা করা হয় তবেই ভালো করা সম্ভব। পাশাপাশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। ’

দলের কোচ এনায়েত উল্লাহও জানিয়েছে এই স্বল্প সময়ের অনুশীলন দিয়ে সাফল্য আশা করা যায় না। কোচ বলে, ‘অাসলে এই তিন-চার মাসের ট্রেনিং বড় কিছু না। কমপক্ষে এক বছরের জন্য পরিকল্পনা হাতে নিলে ইতিবাচক ফলাফল আসবে। তবে মেয়েদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক আসবে। ব্যক্তিগত ইভেন্টে এলিনা ও শাপলার কাছ থেকে সিলভার পাওয়ার সম্ভনা রয়েছে। ছেলেদের ইভেন্টে ব্রোঞ্জ আসতে পারে। ’

ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানিয়েছেন দীর্ষমেয়াদি প্রশিক্ষণ ছাড়া ইতিবাচক ফলাফল আসবেনা। তিনি বলেন, ‘স্বর্ণ পদকের অাশা করতে হলে লম্বা সময়ের জন্য প্রশিক্ষণের দরকার হয়। এই চার-পাঁচ মাস ট্রেনিং দিয়ে ভালো কিছু আশা করা কঠিন বিষয়। এখন গোল্ডের আশা করে লাভ নাই। সিলভার ও ব্রোঞ্জের জন্যই খেলতে হবে। আমাদের বিদেশি কোচ প্রায় নিশ্চিত হয়ে গেছে। এই মাসের শেষ সপ্তাহে দলের সাথে যোগ দেবেন। ’

সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসরের পর্দা উঠবে আগামী ০১ ডিসেম্বর। ৮টি দেশের অংশগ্রহণে আসর শেষ হবে ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।