ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে ১ম বিভাগ খো খো লিগ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
রাজশাহীতে ১ম বিভাগ খো খো লিগ শুরু

রাজশাহী: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা খো খো সমিতির পরিচালনায় ১৬টি দল নিয়ে প্রথম বিভাগ খো খো লিগ শুরু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ লিগ শুরু হয়।

উদ্বোধনী খেলায় ইমপুরিয়াল ২২-২১ পয়েন্টে ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। দিনের অন্য খেলায় উত্তরণ স্পোর্টিং ক্লাব ২৫-২০ পয়েন্টে মুন স্পোর্টিং ক্লাবকে হারায়।

এ লিগের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হামিদুল হক।  

এর আগে তিনি বলেন, খেলাধুলায় পারে মাদকামুক্ত সমাজ গড়ে তুলতে ও দেশের সম্মান বয়ে আনতে। কাজেই আজ যারা খেলায় অংশগ্রহণ করছে, তারাও একদিন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন। এতে সভাপতিত্ব করেন খো খো সমিতির সভাপতি লিয়াকত আলী। এছাড়াও অনুষ্ঠানে সহ-সভাপতি ডাবলু সরকার, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।