ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আব্দুল কাদির মারা গেছেন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আব্দুল কাদির মারা গেছেন  আব্দুল কাদির

পাকিস্তানের লেগ স্পিনার আব্দুল কাদির (৬৩) মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ কিংবদন্তি বোলার।

লাহোরে জন্ম নেওয়া আব্দুল কাদির ১৯৭৭-১৯৯০ সাল পর্যন্ত ৬৭ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৩৬ উইকেট। আর ১০৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার উইকেট ১৩২টি।

 

আশির দশকে ক্রিকেটে লেগ স্পিন ছিল সবচেয়ে বড় রহস্য। আর সে রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু বলা হয় কাদিরকে। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট তার ক্যারিয়ার বেস্ট।

কাদিরের মৃত্যুর পর এক টুইটে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

পাকিস্তানের সাবেক অধিনায়ক, কাদিরের টিম-মেট পেসার ওয়াসিম আকরাম টুইটে লিখেছেন, অনেক কারণে তাকে জাদুকর বলে ডাকা হতো। কিন্তু যখন তিনি আমার চোখের দিকে তাকাতেন এবং বলতেন আমি পাকিস্তানের হয়ে আগামী ২০ বছর খেলতে চাই, আমি তাকে বিশ্বাস করতাম।  

‘আসলেই তিনি একজন জাদুকর। একজন লেগ স্পিনার এবং প্রদর্শক তার সময়ের। কাদিরকে সবাই মিস করতে পারেন, তবে কখনও ভুলতে পারবেন না। ’ 

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।