ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা রোমান সানা/সংগৃহীত ছবি

‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে’র রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।

শুক্রবার (১৩ সেপ্টেম্ব) ফিলিপাইনের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত ফাইনালে চীনের শি ঝেনকিকে ৭-৩ ব্যবধানে হারিয়েছেন রোমান।

প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন রোমান ও শি।

দ্বিতীয় সেটে ২৯-২৬ পয়েন্টে হেরেই বসেন রোমান। তবে এরপর স্বরূপে ফিরে আসেন তিনি। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জয় তুলে নেন।

তৃতীয় সেটে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চতুর্থ সেটে ২৮-২৫ ব্যবধানে জয় পান রোমান। এরপর শেষ সেটে ২৮-২৭ পয়েন্টে জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের এই তারকা আর্চার। ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ খাইরুল আনোয়ার।

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডের পুরুষ রিকার্ভে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছিলেন রোমান সানা।

রিকার্ভের দলগত ইভেন্টের ফাইনালেও আজ রোমানদের প্রতিপক্ষ চীন। এবার দলীয় সাফল্যের দিকেই নজর বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।