ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সব প্রধান ক্রীড়া আসরে নিষিদ্ধ হতে পারে রাশিয়া!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
সব প্রধান ক্রীড়া আসরে নিষিদ্ধ হতে পারে রাশিয়া! ছবি-সংগৃহীত

রাশিয়ার ক্রীড়া জগতের ওপর নেমে আসতে যাচ্ছে বড় ধরনের বিপর্যয়। সব ধরনের প্রধান ক্রীড়া আসরে নিষিদ্ধ হতে পারে ভ্লাদিমির পুতিনের দেশ। খেলোয়াড়দের ডোপ টেস্টের ল্যাব পরীক্ষার ডাটাবেসে অসামঞ্জস্যতা পাওয়ায় রাশিয়াকে সতর্ক করেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং অ্যাজেন্সি (ডব্লিউএডিএ)।

এই ‘অসঙ্গতি’র ব্যখ্যা দেওয়ার জন্য রাশিয়াকে তিন সপ্তাহের সময় দিয়েছে ডোপ বিরোধী প্রতিষ্ঠানটি। নয়তো তারা নিষিদ্ধ হতে পারে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে।

এছাড়াও অন্য সব ধরনের প্র্রধান আসরেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না দেশটির অ্যাথলেটরা।

এ ব্যাপারে ডব্লিউএডিএ-এর চেয়ারম্যান জোনাথন টেইলর বলেন, ‘রাশিয়া সব তথ্য মুছে ফেলার প্রমাণ আমাদের হাতে আছে। রাশিয়ান কর্তৃপক্ষের কাছে এসবের ব্যাখ্যা আমাদের জানতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।