ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

প্রধানমন্ত্রীকে পদক উপহার দিতে চায় ক্যারম ফেডারেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
প্রধানমন্ত্রীকে পদক উপহার দিতে চায় ক্যারম ফেডারেশন ক্যারম ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা। ছবি:বাংলানিউজ

ক্রিকেট, ফুটবলের পাশাপাশি দেশের ইনডোর গেমসের জনপ্রিয় খেলা ক্যারম। প্রতিটা অঞ্চলে ক্যারমে প্রচুর চর্চা হয়। কিন্তু এই খেলাটিকে সেভাবে এগিয়ে নিতে পারেনি বাংলাদেশ ক্যারম ফেডারেশন। তবে ক্যারম খেলাটাকে প্রচার ও প্রসারে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

২০২০ সালে পালন করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারেও ক্যারমকে তুলে ধরতে মুজিববর্ষে ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপের চেষ্টা চলাচ্ছে ক্যারম ফেডারেশন।

বাংলাদেশে ক্যারম বিশ্বকাপ আয়োজনের কথাও চিন্তা করছে ফেডারেশন।

বাংলানিউজের কাছে ক্যারম নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পরিকল্পনার কথা বলতে গিয়ে লিয়ন বলেন, ‘আমাদের জন্য আগামী বছরটা বেশ গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী। এজন্য আমাদের ওয়ার্ল্ড ক্যারাম চ্যাম্পিয়নশিপ করার ইচ্ছা আছে। এবারের ভেন্যু অবশ্য মালয়েশিয়া, আগে থেকেই ঠিক ছিল। কিন্তু আমরা চেষ্টা করছি আয়োজনটা আমাদের এখানে করার জন্য। তবে যদি না হয় তাহলে তিন দলের টেস্ট ক্যারম টুর্নামেন্টের আয়োজন করবো। ’

এসময় সাধারণ সম্পাদক জানান ক্যারম খেলোয়াড় তৈরিতে সবসময় প্রস্তুত ফেডারেশন। তিনি বলেন, ‘নতুন খেলোয়াড় তৈরির জন্য নিয়মিত আমরা টুর্নামেন্ট আয়োজন করি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সামার হিট ওপেন এই টুর্নামেন্টে গুলো প্রতিবছরই হয়। নতুন নতুন খেলোয়াড়ও উঠে আসছে এখান থেকে। ’

২০২২ সালে অনুষ্ঠিত হবে ক্যারম বিশ্বকাপ। এই বিশ্বকাপটা যেন বাংলাদেশে আয়োজন করা যায সেই চেষ্টা করছে ক্যারম ফেডারেশন। সাধারণ সম্পাদক বলেন, ‘২০২২ সালে অনুষ্ঠিত হবে ক্যারমের বিশ্বকাপ। সভাপতি এই বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজনের কথা জানিয়েছেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, অামরা আশা করছি সফল হবো। ’

তবে সাধারণ সম্পাদক মনে করেন কিছু প্রতিবন্ধকতার কারণে এখনো ক্যারমকে পুরোপুরি সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘জাতীয় ভাবে ক্যারমকে এখনো ছড়িয়ে দিতে পারিনি। আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের ফেডারেশনটা ছোট তাই বরাদ্ধও কম এবং কোনো স্পন্সরও নেই। যার ফলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। আমাদের চেষ্টারও কিন্তু কমতি নেই। ক্রীড়া পরিষদ সহযোগিতা করছে আমাদের। ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে সাধারণ সম্পাদক যোগ করেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমরা চেষ্টা করবো আমাদের ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি আন্তর্জাতিক পদক উপহার দিতে। ’

এদিকে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে বেশ সাফল্য পেয়েছে ক্যারম ফেডারেশন। লিয়ন বলেন, ‘আমরা ইন্টার ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজে ক্যারম ট্রেনিং শুরু করেছি। আন্তর্জাতিক মানের ট্রেইনার গিয়ে ট্রেনিং দিচ্ছেন। আমরা চাই স্কুল কলেজ থেকেও খেলোয়াড় বের হয়ে আসুক। আগে আমাদের মুষ্টিমেয় কিছু খেলোয়াড় ছিল। কিন্তু এখন মূল খেলোয়াড় বাদে পাইপ লাইনে অনেক খেলোয়াড় আছে। আমাদের খেলোয়াড় সংকট কমে গেছে। ’

ক্যারম খেলার জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাই সহযোগিতা আর পৃষ্ঠপোষকতা পেলেই এই খেলাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।