ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

মা হওয়ার ১০ মাস পর বোল্টের রেকর্ড ভাঙলেন ফেলিক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
মা হওয়ার ১০ মাস পর বোল্টের রেকর্ড ভাঙলেন ফেলিক্স বোল্টের রেকর্ড ভেঙেছেন অ্যালিসন ফেলিক্স/ছবি: সংগৃহীত

কন্যা সন্তান জন্মদানের মাত্র ১০ মাস পরেই নিজের সেরা ফর্মে ফিরে রেকর্ড ভাঙতে শুরু করেছেন অ্যালিসন ফেলিক্স। কাতারের দোহায় অনুষ্ঠিত আইএএএফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ৪০০ মিটার মিশ্র (নারী-পুরুষ) স্প্রিন্টের সেকেন্ড লেগে অংশ নিয়েছিলেন তিনি।

এই ইভেন্টে দল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেছে। শুধু তাই না, নিজে ব্যক্তিগতভাবে দুই ইতিহাস গড়েছেন।

একমাত্র অ্যাথলেট (নারী কিংবা পুরুষ) হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১২টি স্বর্ণপদক জেতার রেকর্ড এখন ফেলিক্সের দখলে। আর এই কীর্তি গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন স্প্রিন্টের কিংবদন্তি উসাইন বোল্টকে। এর আগে সমান ৯টি স্বর্ণপদক নিয়ে বোল্টের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করেছেন ফেলিক্স।

গত কয়েকমাস ধরে অবিশ্বাস্য সময় কাটছে বিশ্বের অন্যতম সেরা নারী ট্র্যাক অ্যাথলেট ফেলিক্সের। ২০১৮ সালের নভেম্বরে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। তবে এজন্য তাকে বেশ কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ, কন্যা ক্যামরিনকে জন্ম দিতে গিয়ে তাকে অস্ত্রোপাচারের টেবিলে যেতে হয়েছে। এরপর নাইকি’র সঙ্গে তার চুক্তি নিয়ে ঝামেলাও পোহাতে হয়েছে।

শেষ পর্যন্ত সব ঝামেলা পেছনে ফেলে ২০২০ টোকিও অলিম্পিকের আগে দুর্দান্ত ফর্মের ঝলক দেখালেন ফেলিক্স। তার জন্য এটা দারুণ কিছুর সম্ভাবনা, কারণ মিশ্র ৪০০ মিটার দৌড়ের এই ইভেন্ট আগামী অলিম্পিকেও থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।