ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

হ্যান্ডি ম্যারাথনে অংশ নিচ্ছেন দুই প্রতিবন্ধী অ্যাথলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
হ্যান্ডি ম্যারাথনে অংশ নিচ্ছেন দুই প্রতিবন্ধী অ্যাথলেট হ্যান্ডি ম্যারাথনে অংশ নিচ্ছেন দুই প্রতিবন্ধী অ্যাথলেট

আগামী সোমবার (১৪ অক্টোবর) জাপানের নাগোয়া সিটিতে অনুষ্ঠিতব্য ‘৩৫ তম নাগোয়া সিটি হ্যান্ডি ম্যারাথন’-এ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস)  সহযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক নূর নাহিয়ান এবং জামালপুর ডিপিওডি-র পরিচালক মিজানুর রহমান৷ 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নাগোয়ার উদ্দেশ্যে তারা বাংলাদেশ ছাড়েন। এ ব্যাপারে বিপিকেসের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুস সাত্তার দুলাল বলেন, ‘প্রতি বছর জাপানের নাগোয়া সিটিতে নাগোয়া সিটির অন্যতম প্রতিবন্ধী সংগঠন অজু ও নাগোয়া সিটি প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ ম্যারাথন।

এ ম্যারাথনে বাংলাদেশের প্রতিবন্ধী সংগঠন ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’র সহযোগিতায় বাংলাদেশ থেকে দুইজন শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেট পাঠানো হয়। এ অনুষ্ঠানে শুধু খেলাধুলা নয়, প্রতিবন্ধী মানুষদের জীবন ব্যবস্থা নিয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়। ’ 

ম্যারাথন শেষে অ্যাথলেটরা ফিরবেন আগামী ১৬ তারিখ।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।