ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

পানি নিয়ে ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
 পানি নিয়ে ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠের মধ্যে মরিসন। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রয়েছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রস্তুতি ম্যাচ খেলতে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। এই ম্যাচেই দর্শক-ক্রিকেটারদের দারুণভাবে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

এদিন ক্যানবেরার মানুকা ওভালে দুই দলের খেলা দেখতে হাজির হয়েছিলেন মরিসন। ম্যাচের ১৬তম ওভারের শেষ বলে দাসুন শানাকাকে তুলে নেন প্রধানমন্ত্রী একাদশের ড্যানিয়েলে ফলিনস।

এর পরপরই পানীয় বোতল হাতে মাঠে চলে আসেন অজি প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে সাড়া পড়ে যায় গোটা গ্যালারিতে। তুমুল হর্ষধ্বনিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ক্রিকেটভক্তরা। এ ঘটনার ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।  

মাঠে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর মতো চমক দেখিয়েছে তার দলও। শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে দিয়েছে শ্রীলংকা জাতীয় দলকে।

ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠের মধ্যে মরিসন।  ছবি: সংগৃহীত

ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকানরা। তবে, স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩১ রানের পুঁজি গড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৩৮ রান করেছেন ওশাদা ফার্নান্দো।

প্রধানমন্ত্রী একাদশের ডালি ব্লুমফিল্ড ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান দু’টি করে উইকেট পেয়েছেন।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেই খেই হারায় অজিরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে এক পর্যায়ে স্কোর দাঁড়ায়, জিততে দরকার নয় রান, হাতে উইকেট মাত্র একটি।  

কিন্তু, টেলএন্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আহমেদ সাত বলে নয় রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তবে, এর জন্য তাকে খেলতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত।

ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়েও এক পাশে লড়াই চালিয়ে যান হ্যারি নিয়েলসন। ৫০ বলে ৭৯ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি।  

লংকানদের পক্ষে কাসুন রাজিথা ও লক্ষণ সান্দাকান তিনটি করে উইকেট পেয়েছেন।

আগামী রোববার (২৭ অক্টোবর) অ্যাডিলেডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলংকার টি-২০ সিরিজ।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।