ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের মেয়েদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের মেয়েদের ছবি: সংগৃহীত

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ পঞ্চম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার (১৩ নভেম্বর) প্রথম ম্যাচে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় নেপাল।

প্রথম সেট ২৫-১৪, দ্বিতীয় সেট ২৫-০৫ ও তৃতীয় সেট ২৫-১৩ পয়েন্টে জেতে নেপাল।

টানা চার জয়ে ফাইনালে উঠেছে নেপাল। অপর ফাইনালিস্ট মালদ্বীপ জিতেছে তিন ম্যাচ। আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নেপাল ও মালদ্বীপ ফাইনালে মুখোমুখি হবে।

এদিকে, কিরগিজস্তানের বিপক্ষে প্রথম সেটে ২৫-০৯, দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে হারের পর তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিথি-সাবিনারা তৃতীয় সেট জিতে নেন ২৫-২১ পয়েন্টে।

চতুর্থ সেটে ২৫-১৭ ব্যবধানে জিতে বাংলাদেশ সমতায় ফিরে জমিয়ে তোলে ম্যাচ। পঞ্চম সেট ১৫-১১ ব্যবধানে জিতে জয়ের উৎসবে মাতে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এমপি।  

খেলার সূচি:
১৪ নভেম্বর: দুপুর ১টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ এবং দুপুর ৩টায় ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।