ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

যুগ্মভাবে শীর্ষে লিওনাইন ও ঢাকা নাইটস্ চেস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
যুগ্মভাবে শীর্ষে লিওনাইন ও ঢাকা নাইটস্ চেস ক্লাব ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লিগ-২০১৯ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

লিওনাইন চেস ক্লাব ও ঢাকা নাইটস্ চেস ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠেছে।

দ্বিতীয় রাউন্ডের খেলায় লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে, ঢাকা নাইটস্ চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে, বসির মেমোরিয়ল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ ৩-১ গেম পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে।

এছাড়া, দ্বিতীয় রাউন্ডে মীর চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে অগ্রনী ব্যাংক দাবা দলের বিপক্ষে ড্র করে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।