ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ডিসেম্বরে শুরু স্কুল হকির টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ডিসেম্বরে শুরু স্কুল হকির টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে স্কুল হকির টুর্নামেন্ট। তৃণমূল পর্যায় থেকে হকি খেলোয়াড় তুলে আনতে এই পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা তেজগাঁও-এর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।

 

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে স্কুল হকি আয়োজিত হবে। সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে জানানো হয়, এ বছরই ৮টি বিভাগীয় দল নিয়ে নারী হকি আয়োজন করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে জানানো হয় বিজয় দিবস হকিও আয়োজিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এছাড়া, সভায় আরও জানানো হয়, আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে খুব শিগগিরই অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।