ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

রান পাহাড়ে বরিশাল, জবাব দিচ্ছেন শামসুর-মার্শাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
রান পাহাড়ে বরিশাল, জবাব দিচ্ছেন শামসুর-মার্শাল শামসুর ও মার্শাল

প্রথমদিন ফজলে মাহমুদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল বরিশাল বিভাগ। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে সালমান হোসেন এবং মঈন খানের ফিফটিতে রানের পাহাড় গড়েছে তারা। ৪১৪ রানে প্রথম ইনিংস শেষ করে বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ২ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দিন শেষে স্বাগতিক বরিশাল এগিয়ে আছে ১৮৯ রানে।

রোববার (১৭ নভেম্বর) বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে টায়ার-দুইয়ের দ্বিতীয় দিন শুরু করে বরিশাল। শুরুতেই অবশ্য আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান সালমানকে (৭২) হারায় স্বাগতিকরা।

তবে টেল-এন্ডারদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকেন মঈন। নিজে ফিফটি করার পাশাপাশি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিনি।  

শেষ পযর্ন্ত দলীয় ৪০২ রানে আরাফাত সানির হাতে ব্যক্তিগত ৭৫ রানে আউট হোন মঈন। এর আগে লিংকন দে’কে (২) হারায় বরিশাল। শেষ উইকেট হিসেবে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন মনির হোসেন (২৫)। ৯ রানে কামরুল ইসলাম বাপ্পি অপরাজিত ছিলেন।  

ঢাকা মেট্রোর হয়ে ৬৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন। আসিফ হাসান নিয়েছেন ৩ উইকেট।  

প্রথম ইনিংস শুরু করে জবাবটাও ভালভাবে দিচ্ছে ঢাকা মেট্রো। সেঞ্চুরির স্বপ্ন দেখছেন শামসুর রহমান ও অধিনায়ক মার্শাল আইয়ুব। দুজনের ১৫৭ রানের জুটিতে ২ উইকেটে ২২৫ রান করেছে ঢাকা মেট্রো।

শুরুতে দুই ওপেনার আজমির আহমেদ (১৬) ও রাকিন আহমেদকে (২৩) হারালেও দলকে বিপর্যয়ে পড়তে দেয়নি শামসুর-মার্শালের ব্যাট। আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন এ দুজন। শামসুর ২০১ বলে খেলে অপরাজিত আছেন ৯০ রানে। ১৩৩ বলে ৮৫ রান করেছেন মার্শাল।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।