ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রামপুর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মায়ের দোয়া ক্লাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
রামপুর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মায়ের দোয়া ক্লাব

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। 

শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলার রামপুর এলাকায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আশরাফ হোসেন কবির।

 

টুর্নামেন্ট উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক।

খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে একতা স্পোর্টিং ক্লাব ৯৩ রান করে।  

এরপর মাঠে নামে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। শেষ ওভারে টার্গেট রান তাড়া করে চার উইকেটে বিজয়ী হয় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের হিমেল একাই ৫৩ রান করেন।  

ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের হিমেল।

ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আবুল খায়ের ও ফাইজুল ইসলাম। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়।  

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাসুদ আলম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, উপজেলা যুবলীগ নেতা মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন টুটুল, পুমদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক, স্থানীয় সমাজসেবক ওয়াসকুরনসহ স্থানীয় অন্যান্য নেতারা।  

টুর্নামেন্ট কমিটির প্রধান পুমদী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মোজাম্মেল হক নীরব ও সহকারী হিমেলের সার্বিক আয়োজনে এই মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।