ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ পুলিশকে গুঁড়িয়ে দিল নৌ-বাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
বাংলাদেশ পুলিশকে গুঁড়িয়ে দিল নৌ-বাহিনী নৌ-বাহিনী বনাম পুলিশের ম্যাচের দৃশ্য

ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯ টুর্নামেন্টের তৃতীয় দিনে বাংলাদেশ পুলিশকে ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। 

সোমবার (০৯ ডিসেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলতে থাকা নৌ-বাহিনীর হয়ে ১৪ ও ২৩ মিনিটে জোড়া স্কোর করেন রোমান সরকার। ৩২ মিনিটে তৃতীয় স্কোরটি করেন কৃষ্ণ কুমার।

এরপর দ্বীন ইসলাম ইমনের ৪০ ও ৪৭ মিনিটের স্কোরে বড় জয় পায় নৌ-বাহিনী।  

দিনের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সোনালী ব্যাংক।  

আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে দুপুর ১টায় মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি। দুপুর ৩টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর সোনালী ব্যাংকের প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনী।  

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশে হকি ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯’ টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে ৬ টি দল।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।