ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

গাজীপুরকে হারিয়ে ফাইনালে কিশোরগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
গাজীপুরকে হারিয়ে ফাইনালে কিশোরগঞ্জ গাজীপুর-কিশোরগঞ্জের ম্যাচ দেখতে মানুষের ভিড়: ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল। 

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি উপভোগ করতে ভিড় জমায় হাজার হাজার দর্শক।

খেলার নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় দু’দলই। পরে ফাইনাল নিশ্চিত করার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে ৫-৪ ব্যবধানে জয় পায় কিশোরগঞ্জ।  

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শিরোপা জয়ের জন্য মাঠে নামবে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলা দল।  

বাংলাদেশ সময় : ২০২০ ঘন্টা, ০৯ ডিসেম্বর, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।