ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহ ক্যাডেটের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ময়মনসিংহ ক্যাডেটের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৩৭তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এক বর্ণিল সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পদক ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।  

গত ১৭ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান রোকনী।

প্রতিযোগিতায় তিনটি দলে অংশগ্রহণ করে কলেজের সত্য, সদাচার ও শান্তি হাউজের  ক্যাডেটরা।

প্রতিযোগিতায় সদাচার হাউজ চ্যাম্পিয়ন ও সত্য হাউজ রানার আপ হয়।  

জুনিয়র দলে ক্যাডেট মেহজাবিন, মধ্যম দলে ক্যাডেট ঊর্মি ও সিনিয়র দলে ক্যাডেট নাভিলা নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হন।

এছাড়াও শিক্ষা, সহশিক্ষা, শৃঙ্খলাসহ সকল কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ২০১৯ সালের সার্বিক বিজয়ী  হয় সত্য হাউজ  ও রানার আপ হয় শান্তি  হাউজ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।