ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় পুত্র সন্তানের নাম জানালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
দ্বিতীয় পুত্র সন্তানের নাম জানালেন মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহর ফেসবুক থেকে নেওয়া ছবি।

দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হওয়ার পর এবার নাম জানিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় দলের দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে গত সোমবার (এপ্রিল ০৬) তিনি পুত্র সন্তানের বাবা হন। সে সময় সন্তান এবং স্ত্রী দু’জনেই ভালো আছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে পুত্র সন্তানে নাম জানান মাহমুদউল্লাহ। ‘মোহাম্মদ জুয়াইদ উল্লাহ মায়েদ’ নাম ঠিক করেন তিনি।

সেই সঙ্গে তিনি ক্যাপশনে ছেলে জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ২০১২ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন মাহমুদউল্লাহ।

বর্তমানে খেলা না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন তিনি। করোনা ভাইরাসের কারণে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।