ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বরিশালে তিনশতাধিক খেলোয়াড়কে খাদ্য সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ২২, ২০২০
বরিশালে তিনশতাধিক খেলোয়াড়কে খাদ্য সহায়তা

বরিশাল: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশালে তিনশতাধিক খেলোয়াড়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলোয়াড়ের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতণ করেন জেলা প্রশাসক এস এম অ‌জিয়র রহমান।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কীর্তনখোলা -২ লঞ্চের মালিক মনজুরুল আহসান ফেরদৌস ও জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফুটবল, ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে চাল, আলু, ডাল, সেমাই, চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।