ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এবার সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২০
এবার সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনা

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পরিবারে আঘাত হেনেছে করোনা। সৌরভের বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী ও তার শ্বশুর-শাশুড়ির করোনা পজিটিভ পাওয়া গেছে। 

শনিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে আরও জানানো হয়, স্নেহাশীষ গাঙ্গুলীর এক গৃহকর্মীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে আক্রান্ত ৪ জনই কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, পরীক্ষায় স্নেহাশীষ গাঙ্গুলীর করোনা নেগেটিভ এসেছে। এরপরও তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জুন ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।