ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ডেভিড লুইসের পারফর্ম্যান্সে মুগ্ধ ফার্দিনান্দ-ফন পার্সি

স্পোর্টস ‍ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ডেভিড লুইসের পারফর্ম্যান্সে মুগ্ধ ফার্দিনান্দ-ফন পার্সি

চলতি মৌসুমে বেশ কয়েকবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন ডেডিড লুইস। আর্সেনালের রক্ষণভাগের দায়িত্ব যেন পুরোপুরি সামলাতে পারছিলেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

গানাররাও দিচ্ছিল একের পর এক পয়েন্ট বিসর্জন।  

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে ওঠলেন লুইস। এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি তারকারা ভেদ করতে পারেনি আর্সেনালের রক্ষণদেয়াল। একটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি ১১বার ডি-বক্সের ভেতর থেকে বল পরিস্কার করছেন লুইস। সামনে থেকে পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিহত তো করেছেনই। মাইকেল আর্তেতার দলও অউবামেয়াংয়ের জোড়া গোলে নিশ্চিত করেছে ফাইনাল।  

অথচ এর আগে  ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিজেনদের সঙ্গে শেষ সাক্ষাতে ৩-০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল। সেবার রক্ষণভাগে ভুলের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন লুইস। তবে এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পারফর্ম্যান্সে মুগ্ধ কিংবদন্তিরাও এক বাক্যে বললেন, ‘চমৎকার। ’

সাবেক ইংলিশ সেন্টার-ব্যাক রিও ফার্দিনান্দ এবং আর্সেনালের সাবেক ডাচ ফরোয়ার্ড রবিন ফন পার্সি মুগ্ধ লুইসের পারফর্ম্যান্সে। বিটি স্পোর্টকে ফার্দিনান্দ বলেছেন, ‘রক্ষণভাগে সে (লুইস) কোনো ভুলই করেনি। ’ 

লুইসের শতভাগ পারফর্ম্যান্সে মুগ্ধ ফন পার্সি বলেন, ‘আজরাতে সে বলের সামনে ছিল এবং ব্লক করেছে। আমার মনে হয় আজরাতে সে ২৫টা হেড করেছে। সে নিঃসন্দেহে চমৎকার। ’ 

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।