ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফাহিম হত্যার বিচার চাইলেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ফাহিম হত্যার বিচার চাইলেন রুবেল হোসেন ফাহিম সালেহ ও রুবেল হোসেন

বাংলাদেশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার বিচার চেয়েছেন রুবেল হোসেন।  

রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম হত্যার বিচার চান বাংলাদেশ জাতীয় দলের এ পেসার।

রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে ফাহিমের এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ফাহিম সালেহ হত্যার বিচার চাই। ’ 

সোমবার (১৩ জুলাই) যু্ক্তরাষ্ট্রের ম্যানহাটনে খুন হন তরুণ উদ্যোক্তা ফাহিম। পরেরদিন নিজের অ্যপার্টমেন্টে তার খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করে স্থানী পুলিশ। তবে ইতোমধ্যে ফাহিমের সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভোঁ হ্যাসপিল খুন করেছেন ৩৩ বছর বয়সী ফাহিমকে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।