ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

করোনা আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
করোনা আক্রান্ত সাকিব আল হাসানের বাবা বাবার সঙ্গে সাকিব

মাগুরা: সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মাশরুর রেজাসহ মাগুরা রোববার (১৯ জুলাই) নতুন করে ৮ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপোর্ট পাওয়ার পর দুপুরে শহরের কেশব মোড় এলাকায় মাশরুর রেজার বাড়িটি লকডাউন করা হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।  

করোনা পজেটিভ হলেও সাকিবের বাবার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান ডা. আব্দুস সালাম।

এদিকে মাগুরা জেলায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ জন। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০৭। সুস্থ হয়েছেন ১৬০ জন। মারা গেছেন ৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।