ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বৃষ্টি উপেক্ষা করে অনুশীলন করলেন ইমরুল-মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
বৃষ্টি উপেক্ষা করে অনুশীলন করলেন ইমরুল-মিঠুন অনুশীলনে যাচ্ছেন ইমরুল ও মিঠুন। ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাসের মতো ক্রিকেটাররা ঘরে বসে সময় পার করেছেন। অবশ্য সময়টাতে তারা মরিয়া ছিলেন অনুশীলনে ফিরতে।

 

তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্রিকেটাররা অনুরোধ করেন, মাঠে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার। বিসিবি কথা রেখেছে মুশফিকদের।  

রোববার (১৯ জুলাই) থেকে করোনার পর প্রথমবারের মতো মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেন ঢাকার চার ক্রিকেটার। এই অনুশীলনটাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা।  

সোমবার (২০ জুলাই) দ্বিতীয় দিন বৃষ্টি উপেক্ষা করেই অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সূচি অনুযায়ী এদিন অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস।  

তবে ইমরুল আজই প্রথম অনুশীলন করেছেন। স্বাস্থ্যবিধি মেনে দু’জনই আলাদা সময় অনুশীলন করেছেন। সকাল ১০টা থেকে শুরু করে সাড়ে ১০টা পর্যন্ত একাডেমি মাঠে রানিং করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তাই জিমে কিছু সময় অনুশীলন করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এরপর বিরতি নিয়ে ১১টা থেকে ইনডোরে বোলিং মেশিন দিয়ে ব্যাটিং অনুশীলন করেন এক ঘন্টার একটু বেশি সময় ধরে।

অন্যদিকে মিঠুন সকাল ৯টার সময় এসে প্রথমে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। এরপর জিমে গিয়ে অনুশীলন করে সাড়ে ১১টা দিকে চলে যান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।