ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর জোড়া গোল, শিরোপার আরও কাছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রোনালদোর জোড়া গোল, শিরোপার আরও কাছে জুভেন্টাস গোলের পর রোনালদোর উদযাপন/ছবি: সংগৃহীত

লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে সিরি আ’র শিরোপার দিকে আরও এক পা এগিয়ে গেল জুভেন্টাস।  

সোমবার (২০ জুলাই) রাতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে স্বরূপে দেখা দেন ক্রিস্তিয়ানো রোনালদো।

দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দু’বার বল জড়িয়ে দেন এই পর্তুগিজ উইঙ্গার।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে খেলার ৫১তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এর তিন মিনিট পরেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার বানিয়ে বলে লক্ষ্যভেদ করেন তিনি। এই নিয়ে চলতি সিরি আ'র চলতি মৌসুমে ৩০ গোল হয়ে গেল রোনালদোর।

৮৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান সিরো ইমোবেল। এই গোলে চলতি মৌসুমের শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদোকে ছুঁয়ে ফেলেন এই লাৎসিও স্ট্রাইকার। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রক্ষণের দেয়াল তুলে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেয় মাওরিসিও সারি’র দল।

এই পরাজয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে লাৎসিও। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান ৮ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে জুভেন্টাস।  

আর মাত্র ২ পয়েন্ট অর্জন করতে পারলেই টানা নবম শিরোপা জিতে নেবে ‘তুরিনের বুড়ি’রা। বর্তমান চ্যম্পিয়নদের হাতে আছে আরও ৪ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।