ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বৃষ্টিতে চতুর্থ দিনেও টাইগারদের ইনডোরে অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বৃষ্টিতে চতুর্থ দিনেও টাইগারদের ইনডোরে অনুশীলন অনুশীলনে এসেছিলেন মোহাম্মদ মিঠুন। ছবি: শোয়েব মিথুন

গত ১৮ জুলাই থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। তবে দ্বিতীয় দিন থেকে বৃষ্টি হানায় দেয় ।

তাই ইনডোরে অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। আর চতুর্থ দিনেও বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

বুধবার (২২ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান রানা। তবে এদিন ইমরুল কায়েসের অনুশীলন করার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আজ আর আসেননি।

দিনের শুরুতে অনুশীলন করেন মেহেদী হাসান রানা। বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টয় জিমনেসিয়ামে এসে ৩০ মিনিটের মতো ফিটনেস নিয়ে অনুশীন করেন।

মোহাম্মদ মিঠুন রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। আর বৃষ্টির কারণে একাডেমির মাঠে পানি জমায় জিমের ভেতরেই কিছুক্ষণ রানিং করেন। রানিং সেশন শেষে ইনডোরে বোলিং মেশিনে প্রায় দেড় ঘণ্টার মতো ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।