ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আমার কাজই খেলাধুলা করা, খেলতেই পারছি না: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
আমার কাজই খেলাধুলা করা, খেলতেই পারছি না: তাসকিন করোনা বিরতির পর আজই প্রথম মাঠে অনুশীলন করলেন তাসকিন/ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই পুরো ক্রিকেট বিশ্ব থমকে যায়। একের পর এক আন্তর্জাতিক সিরিজ স্থগিত বা বাতিল করা হয়।

যার প্রভাব বাংলাদেশের ক্রিকেটেও পড়েছে। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ টাইগারদের সিরিজ স্থগিত হওয়ায় বেশ কষ্টও পেয়েছেন। তবে পরিস্থিতি তো মেনে নিতেই হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরেরে হোম অব ক্রিকেটে অনুশীলনের পর সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তাসকিন। করোরা বিরতির পর বিসিবি’র অধীনে আজই প্রথম অনুশীলন করেছেন এই ডানহাতি পেসার। তবে এর আগেও নিজের ঘরে ও রাজধানীর বসিলাতে বালু মাঠে ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। ফিটনেস নিয়ে এবার বেশ সতর্ক তাসকিন।

তাসকিন বলেন, ‘আসলে যখন থেকে লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ কিন্তু স্থগিত হচ্ছে। আমাদের যে জাতীয় দলের গ্রুপ আছে, সেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ স্থগিত, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপও ঠিক সময়ে হচ্ছে না। এই জিনিসগুলো যখন দেখি কষ্ট লাগে। কিন্তু এর মধ্যে থেকেই মানতে হবে আসলে সবার জন্যই তো একই নিয়ম। খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। এরমধ্যে থেকেই মানিয়ে নিতে হবে। ’

তবে মাঠে ফিরতে না পারায় বেশ আক্ষেপ রয়েছে তাসকিনের। ঘরে বসে এক কাজ বারবার করায় বেশ একঘেয়েমি লাগে তার। এজন্য খারাপও লাগে অভিষেকেই আলো ছড়ানো এই পেসারের। তিনি আশা করেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এবং সবাই খেলায় ফিরতে পারবেন।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঝে-মধ্যে অনেক অস্থির হয়ে যাচ্ছি যে খেলতে পারছি না অনেকদিন ধরে। ঘরে থাকা, একঘেয়েমি সব কিছু। ঘরে থাকায় হয়ত ট্রেনিং করা... একই কাজ প্রতিদিন। আমার কাজই খেলাধুলা করা, খেলতেই পারছি না। অনেকের হয়ত জব শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু খেলাই বন্ধ। তো নিঃসন্দেহে এটা একটু খারাপ লাগছে। যত দ্রুত শুরু হয় সেটাই কামনা করছি এবং দেশের পরিস্থিতি যেন ভালো হয়। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।