ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ সভায় অনলাইন প্রশিক্ষণের আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
কমনওয়েলথ সভায় অনলাইন প্রশিক্ষণের আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর   ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

ঢাকা: কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোকে স্পোর্টসের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সময় এসেছে মাঠে খেলা ফেরাতে কমনওয়েলথভুক্ত সব রাষ্ট্রের একযোগে কাজ করার। প্রয়োজনে এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে হবে, যেখান থেকে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।


 
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমনওয়েলথ সচিবালয় আয়োজিত ‘কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল ফোরাম অন স্পোর্টস অ্যান্ড কোভিড-১৯’ বিষয়ক এক জরুরি ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অংশগ্রহণ করেন।
 
কেনিয়ার ক্রীড়ামন্ত্রী ড. আমিনা মোহাম্মদের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর ক্রীড়ামন্ত্রীরা অংশ নেন।
 
সভায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অনেক স্টেডিয়াম, খেলার মাঠ, জিমনেসিয়াম ও শুটিং কমপ্লেক্স কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনা খেলাধুলা পরিচালনার জন্য ব্যবহার করতে পারছি না। ইতোমধ্যে আমরা ভার্চুয়াল পদ্ধতিতে বিভিন্ন সভা আয়োজন ও পরিচালনা করছি।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শ্যুটিং ফেডারেশন এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। খেলোয়াড়/প্রশিক্ষক/কোচদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা। যাতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পূর্ণ উদ্যোমে খেলায় মনোনিবেশ করতে পারেন, যোগ করেন প্রতিমন্ত্রী।
 
এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি মেনে স্পোর্টসকে মাঠে নিতে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 
সভায় প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতির এ দুঃসময়ে বিশ্বের ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে কমনওয়েলথ সচিবালয় কর্তৃক কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর ক্রীড়ামন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল সভা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।
 
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এমআইএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।