ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ভুল করেছিলাম, আমি চাই সবাই এর থেকে শিখুক: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ভুল করেছিলাম, আমি চাই সবাই এর থেকে শিখুক: সাকিব ক্রিকেটবাজি সিরিজে দীপ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় সাকিব

গত এক বছর ধরে মাঠে নেই সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার।

তার নিষেধাজ্ঞা এমন এক সময় এসেছিল, যখন ক্যারিয়ারের তুঙ্গে তিনি। ভুল করে ফেলার বিষয়টি আগেও স্বীকার করেছিলেন সাকিব। এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের ক্রিকেটবাজি নামের সিরিজের জন্য দীপ দাশগুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার বিষয়ে বলতে গিয়ে তা আরেকবার স্বীকার করলেন। সঙ্গে অন্যান্য ক্রিকেটারদের সতর্ক করলেন, যাতে তারাও একই ভুল না করে।  

শনিবার (২৪ জুলাই) ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আপনাকে সৎ হতে হবে। আপনি লোকজনের সঙ্গে মিথ্যা বলতে পারেন না এবং তাদের সঙ্গে ভান করাও অনুচিত। যা ঘটেছে তা ঘটে গেছে। লোকজন ভুল করে বসে। আমরা কেউ শতভাগ খাঁটি নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে লোকজন সেসব ভুল থেকে ভালোভাবে ফিরে আসে তা। অন্যান্য লোকদের সেসব ভুল না করতে নিষেধ করুন। সেই পথের কথা বলুন যাতে তারা কখনও ভুল পথে পা না মাড়ায়। ’ 

তিনি আরও বলেন, ‘এটা যে কারও সঙ্গে ঘটতে পারতো এবং আমি তার থেকে শিক্ষা নিতাম। তবে এটা আমার সঙ্গে ঘটেছে তাই অন্যান্য লোকজন আমার থেকে শিক্ষা নিতে পারে। প্রথমদিন থেকে আমি সৎ থাকতে চেয়েছিলাম। আমি লোকজনের কাছে কিছুই লুকায়নি, যখন তারা আমাকে প্রশ্ন করেছিল, আমি সব বলেছি। আমি সব সোজাসুজিই বলব। আমি ভুল করেছিলাম। আমার মতো এটা অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে হওয়া উচিত নয়। আমি তার জন্য ক্ষমা চেয়েছি এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি চাই সবাই এর থেকে শিখুক এবং এসব ভুল না করুক। ’ 

গত অক্টোবরে আইসিসি’র দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করার তিনটি অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। ২০১৮ সালে দু’টি টুর্নামেন্ট চলাকালীন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন তিনি। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ এবং আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু তা গোপন রাখার অভিযোগে অভিযুক্ত হন টাইগার অলরাউন্ডার।

তবে আশার কথা, ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে দ্রুত। ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান হতে যাচ্ছে তার।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।