ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত এমবাপ্পের বিপজ্জনক ট্যাকলের শিকার এমবাপ্পে

নেইমারের একমাত্র গোলে সেঁত-এতিয়েনকে হারিয়ে রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ কাপ জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ফরাসি জায়ান্টদের শিরোপা জয়ের রাতে চোটে পড়েছেন পার্ক দে প্রিন্সেসের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে।

 

শুক্রবার (২৪ জুলাই) ফ্রেঞ্চ কাপের ফাইনালের প্রথমার্ধে ফরাসি ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে কান্নাভেজা চোখে। পরে তাকে ডাগআউটে আসতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে। সন্দেহ করা হচ্ছে, এমবাপ্পে বড় ধরনের চোট পেয়েছেন।  

যার ফলে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচে এমবাপ্পেকে না পাওয়ার সম্ভাবনা বেশি পিএসজি’র। ১৩ আগস্ট ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টমাস টুখেলের শিষ্যরা। সেই ম্যাচ মাঠে নামা সম্ভব নাও হতে পারে এমবাপ্পের। এছাড়া ০১ আগস্ট লিঁও’র বিপক্ষে লিগ কাপের ফাইনালও অনিশ্চিত ফরাসি তারকার।  

এমবাপ্পেকে বিপজ্জনক ট্যাকল করেন সেঁত এতিয়েন অধিনায়ক লোইক পেরিন। যন্ত্রণায় গড়াগড়ি খাওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড এরপর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ম্যাচের ৩৩তম মিনিটে এমবাপ্পের পরিবর্তে সারাবিয়াকে মাঠে নামান কোচ টুখেল। সেঁত এতিয়েনও পরিবর্তিত হয় দশ জনের দলে। এমবাপ্পেকে ফাউল করায় ৩১তম মিনিটে পেরিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।   তার আগে এই ফাউল নিয়ে দু’দলের খেলোয়াড়রা লেগে যায় হাতাহাতিতে।

তবে ক্রাচে ভর দিয়ে হলেও ক্যারিয়ারের দশম শিরোপাটি উঁচিয়ে ধরেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের চোট কতোটা গুরুতর তা নিয়ে কোনো তথ্য দেয়নি পিএসজি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।