ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন ডেভিড সিলভা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন ডেভিড সিলভা ডেভিড সিলভা

ম্যানচেস্টার সিটির বদলে যাওয়ার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে সামনের সারিতে থাকবেন ডেভিড সিলভা। সাবেক স্প্যানিশ তারকা মাঝমাঠের নেতৃত্বে থেকে সিটিজেনদের এনে দিয়েছেন গল্প করার মতো অসংখ্য উপলক্ষ।

 

সিটি কিংবদন্তি সিলভা এবার তার ১০ বছরের গৌরবজ্জ্বল ক্যারিয়ার শেষে বিদায় জানাতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগকে। চলতি মৌসুমের পর আর ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে দেখা যাবে না ৩৪ বছর বয়সী তারকাকে। অবশ্য ফুটবলকে বিদায় না জানালেও তার পরবর্তী ঠিকানা কোথায় হতে যাচ্ছে তা এখনও অনিশ্চিত।

রোববার (২৬ জুলাই) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নরউইচ সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে পেপ গার্দিওলার শিষ্যরা। এই ম্যাচের পর আর ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে দেখা যাবে না সিলভাকে।  

আধুনিক ফুটবলে উজ্জ্বল এক ক্যারিয়ার কাটানো মিডফিল্ডার প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলতে নামার আগে জানালেন, ‘যখন আমি সবকিছুর পেছনে তাকাই, দেখি আমি কখনও এত বেশির স্বপ্ন দেখিনি এবং কল্পনা করিনি এতকিছু অর্জন করবো। ’ 

অর্জনটা অবশ্য বেশিই বলা যায় সিলভার। ২০১০ সালে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন সিলভা। আমূল পাল্টে যাওয়া ক্লাবটি পরবর্তীতে ওঠে আসে জায়ান্টদের তালিকায়। স্প্যানিশ মিডফিল্ডার কেবল সিটির জার্সিতে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, দু’টি এফএ কাপ এবং পাঁচটি ইএফএল শিরোপা। প্রিমিয়ার লিগে এখন পযর্ন্ত ৩০৮ ম্যাচ খেলে ৬০ গোল করেছেন সিলভা।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।