ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। এক সময়ের তারকা এ মিডফিল্ডার নিজেই এমনটি নিশ্চিত করেছেন।

শনিবার (২৫ জুলাই) জাভির কোচিংয়ের দায়িত্বে থাকা কাতারভিত্তিক ক্লাব আল সাদ স্টারস লিগে আল খোরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে কোভিড-১৯ এ পজিটিভ হওয়ায় এ ম্যাচে ডাগ আউটে জাভিকে দেখা যাবে না।

আল সাদের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে শনিবার সকালে জাভি বলেন, ‘আজ আমি আমার দলের সঙ্গে যোগ দিতে পারছি না। ‘বি’ দলের কোচ ডেভিড পার্টস হেড কোচের দায়িত্বে থাকবেন। ’

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী তারকা জাভি আরও বলেন, ‘কিছু দিন আগে শেষবার করোনা পরীক্ষায় আমার পজিটিভ আসে। তবে সৌভাগ্যবসত আমি ভালো অনুভব করছি। আর পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আইসোলেশনে থাকবো। পরে যখন হেলথ সার্ভিস সবুজ সংকেত দেবে তখনই আমি কাজে যোগ দেব। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।