ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি যাচ্ছেন ইন্টার মিলানে, জোর দিয়েই বলছে ইতালিয়ান মিডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
মেসি যাচ্ছেন ইন্টার মিলানে, জোর দিয়েই বলছে ইতালিয়ান মিডিয়া মেসি যাচ্ছেন ইন্টার মিলানে, এমন গুঞ্জন রয়েছে

তবে কি নিয়মিত প্রতিদ্বন্দ্বী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফের পেতে চলেছেন লিওনেল মেসি। যেমনটি ছিলেন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনায়।

মেসি যদিও এখনও বার্সার ফুটবলার। আর দু’বছর হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো।

পর্তুগিজ উইঙ্গার রোনালদোর আপাতত স্পেনে পাড়ি দেওয়ার আর সম্ভাবনা নেই। তবে ইতালিতে আর্জেন্টাইন অধিনায়কের যেতে সমস্যা কি? তেমনটিই বলছে ইতালিয়ান সংবাদমাধ্যম।

এক সময়ের জায়ান্ট ক্লাব ইন্টার মিলান মেসিকে পেতে স্বপ্ন দেখছে। ১০ নাম্বার জার্সিধারী মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। ইতালির পত্রিকাগুলো বলছে, আগামী গ্রীষ্মেই নীল-লাল জার্সি থেকে নীল-কালো জার্সিতে দেখা যাবে মেসিকে।

ইতালির প্রথমসারির পত্রিকা লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্ত জোর দিয়ে জানায়, মেসিকে পেতে ইন্টারের চাইনিজ মালিক উঠে-পড়ে লেগেছে। গণমাধ্যমটি তাদের শিরোনামে লিখেছে, এটা সম্ভব ও মেসির জন্য প্রস্তুতি নিচ্ছেন সানিং।

এদিকে মেসির এজেন্টের দায়িত্বে থাকা হোর্হে মেসি এই ট্রান্সফারের জন্য মিলানে আসছেন, এমন গুঞ্জনও ছড়াচ্ছে। যদিও বলা হচ্ছে ব্যবসায়িক কাজে তিনি সেখানে যাচ্ছেন।

কিন্তু গুঞ্জন যদি সত্যি হয়ে যায়, তবে ফের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রোনালদোকে পাবেন মেসি। যেমনটি স্পেনে ছিলেন ৯ বছর।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএমএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।