ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

করোনা নেগেটিভ সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
করোনা নেগেটিভ সৌরভ গাঙ্গুলী করোনা নেগেটিভ সৌরভ গাঙ্গুলী

করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি কোভিড-১৯ এর পূর্ব সতর্কতামূলক হিসেবে পরীক্ষা করেছিলেন।

এর আগে বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলী করোনা পজিটিভ হলে এক সপ্তাহের বেশি সময় হোম কোয়ারেন্টিনে ছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ।

বিসিসিআই প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে বলেন, ‘তিনি (গাঙ্গুলী) তার অসুস্থ মা ও পরিবারের সঙ্গে থাকছেন। ফলে পূর্ব সতর্কতা স্বরূপ করোনা পরীক্ষা করান ও শুক্রবার সন্ধ্যায় তার ফলাফল নেগেটিভ আসে। এছাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি স্নেহাশীষ সুস্থ হয়ে উঠছেন। কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ’

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।