ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোচের ২০০ উইকেটের মাইলফলক, ব্যাটিংয়ে ধুঁকছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
রোচের ২০০ উইকেটের মাইলফলক, ব্যাটিংয়ে ধুঁকছে উইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় শেষ টেস্টে দারুণ এক মাইলফলক গড়লেন কেমার রোচ। টেস্টের দ্বিতীয় দিন (২৫ জুলাই) এই শতাব্দীতে প্রথম কোনো ক্যারিবীয়ন বোলার হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়লেন তিনি।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংলিশদের ৪ উইকেট নিয়ে মাইলফলকটি গড়েন ডানহাতি ফাস্ট বোলার রোচ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ কোন বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট পেয়েছিলেন ১৯৯৪ সালে কার্টলি অ্যামব্রোস।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়। প্রথম দিনে ৯১ রানে অপরাজিত থাকা অলি পোপ শেনন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন একই রানে। ৬৭ করেন জস বাটলার। তবে শেষ দিকে নেমে স্টুয়ার্ট ব্রড ৬২ রান করে দলের সংগ্রহ বাড়ান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে রোচ ৪টি, এছাড়া গ্যাব্রিয়েল ও রোস্টন চেজ ২টি করে উইকেট পান।

তবে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৯১ রানে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ব্যাটিংয়ে অপরাজিত আছেন জারমেইন ব্ল্যাকউড (৯) ও জেসন হোল্ডার (৫)।

ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ও ব্রড ২টি করে উইকেট পেয়েছেন। জোফরা আর্চার একটি উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।