ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পবিত্র হজের কল্যাণে করোনা দূর হোক: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
পবিত্র হজের কল্যাণে করোনা দূর হোক: রুবেল হোসেন পবিত্র হজ পালিত হচ্ছে। রুবেলের ফেসবুক থেকে নেওয়া ছবি।

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক। ’ আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) পবিত্র হজ।

আরাফাতের ময়দানে এই ধ্বনি উচ্চারিত হচ্ছে। যদিও করোনা ভাইরাসের কারণে এবার স্বল্পসংখ্যক হজযাত্রী নিয়ে হজ হচ্ছে। আর পবিত্র হজের কল্যাণে পৃথিবী থেকে করোনা উঠিয়ে নেওয়ার প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

এবছর সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মহামারি করোনার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

হজকে উদ্দেশ্য করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল। রুবেল লিখেন…
আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে আজ থেকে #পবিত্র _ হজ্জের আনুষ্ঠানিকতা শুরু। #লাব্বাইক_আল্লাহুমা_লাব্বাইক_ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। (***আলহামদুলিল্লাহ ***) ---- আল্লাহ কবুল করুক। পবিত্র হজের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামীন মহামারি করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।