ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠে হেরে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন জুভেন্টাস 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
ঘরের মাঠে হেরে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন জুভেন্টাস  গ্যালারিতে বসে জুভেন্টাসের হার দেখেছেন রোনালদো

অবশেষে ঘরের মাঠ তুরিনে পরাজয় দেখলো জুভেন্টাস। চ্যাম্পিয়নরা মৌসুম শেষ করেছে রোমার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে।

 

২০১৮ সাল থেকে সিরি’আ লিগে নিজেদের মাঠে অপরাজিত জুভেন্টাস। কিন্তু তুরিনে ৪০তম ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখলো মাউরিসিও সারির দল। দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন তুরিনের বুড়িরা অবশ্য এগিয়ে গিয়েছিল ম্যাচের শুরুতে।  

কিন্তু পঞ্চম মিনিটে গঞ্জালো হিগুয়েনের করা গোলটি ধরে রাখতে পারেনি জুভরা। ২৩তম মিনিটে নিকোলা কালিনিচের গোলে সমতায় ফিরে রোমান গ্লাডিয়েটররা। এরপর ৪৪ ও ৫২তম মিনিটে জোড়া গোল করেন দিয়েগো পেরোত্তি। রোমার আর্জেন্টাইন উইঙ্গারের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে।

২০১৯/২০ মৌসুমে দুই ম্যাচ হাতে রেখে টানা নবম সিরি’আ শিরোপা জিতে নেয় জুভেন্টাস। তবে শেষ দুই ম্যাচে তাদের মাঠ ছাড়তে হলো পরাজয় নিয়ে।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।