ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চলে গেলেন রেসলার কামালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
চলে গেলেন রেসলার কামালা কামালা

রিংয়ে ‘কামালা’ নামে পরিচিত সাবেক ডব্লিউডব্লিউই রেসলার জেমস হ্যারিস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রেসলিং কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

ডব্লিউডব্লিউই’র ওয়েবসাইট অনুসারে কামালার ডব্লিউডব্লিউএফে অভিষেক হয় ১৯৮৪ সালে। দুই দশকের ক্যারিয়ারে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও ৩৮০ পাউন্ড ওজনের এই রেসলার অনেক রেসলিং সুপারস্টারদের বিপক্ষে লড়েছেন। তার মধ্যে আছেন হাল্ক হোগান, দ্য আন্ডারটেকার এবং আন্দ্রে দ্য জায়ান্ট।

মুখে ভয়ঙ্কর রঙিন আঁকিবুঁকি এবং শারীরিক ক্ষিপ্রতার জন্য পরিচিত ছিলেন কামালা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।