ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অনুশীলনে ফিরেছেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
অনুশীলনে ফিরেছেন নারী ক্রিকেটাররা জাহানারা আলম। ছবি: শোয়েব মিথুন

করোনার কারণে পায় পাঁচ মাসের বেশি সময় ধরে দেশের ক্রিকেট স্থগিত ছিল। তাই পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদেরও বাধ্য হয়ে ঘরে বসেই সময় পার করতে হয়েছে।

 

ঈদের পর মাঠে ফিরে ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গত শনিবার (০৮ আগস্ট) থেকে। অনুশীলনের তৃতীয় দিনে মাঠে ফিরেছেন নারী ক্রিকেটাররাও।

সোমবার (১০ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম ও নাহিদা আক্তার।  শামিমা সুলতানা ও শারমিন সুপ্তা অনুশীলন করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুশীলনের সূচিতে এই তিন ক্রিকেটার ছাড়াও রয়েছেন লতা মন্ডল। তিনি শুরু করবেন মঙ্গলবার (১০ আগস্ট) থেকে।

দিনের শুরুতে অনুশীলন করেন জাহানারা। দীর্ঘদিন পর মিরপুরে এসে আগে ইনডোরে বোলিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই পেসার। এরপর জিমে কিছুক্ষণ অনুশীলন করে ফিরে যান তিনি। নাহিদা আক্তারও সূচি অনুযায়ী অনুশীলন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।