ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সেমিফাইনালে ছিটকে গেলেন পিএসজি গোলরক্ষক নাভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
সেমিফাইনালে ছিটকে গেলেন পিএসজি গোলরক্ষক নাভাস

ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা হচ্ছে না কেইলর নাভাসের। মঙ্গলবার আরবি লিপজিগের বিপক্ষে শেষ চারের ম্যাচের আগে এই গোলরক্ষকের ব্যাপারে নিশ্চিত করেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

 

এর আগে আতালান্তার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে পিএসজির ২-১ গোলের জয়ের ম্যাচে মাংস পেশিতে চোট পান ৩৩ বছর বয়সী এই তারকা।  তার পরিবর্তে পরে কোচ টমাস টুখেল মাঠে নামান গোলরক্ষক সার্জিও রিকোকে। তবে এখন পর্যন্ত সেরে উঠতে না পারায় বুন্দেসলিগার দলের বিপক্ষে আর খেলা হচ্ছে না।

ফরাসি চ্যাম্পিয়নদের এক বিবৃতিতে জানানো হয়, টমাস টুখেলের দল সেমিফাইনালে নাভাস ছাড়াও মার্কো ভেরাত্তি ও ইদ্রিসা গুয়েয়াকে পাচ্ছে না। তবে থিয়াগো সিলভা ও লায়ভিন কুরজাওয়াকে খেলতে দেখা যাবে।  

বাংলাদেশ সময: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএমএস/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।