ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ

বাংলাদেশের টেস্ট দলে মোস্তাফিজুর রহমানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টে। এরপর পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন।

 

ভারত সফরে দলে থাকলেও জায়গা হয়নি একাদশে। এরপর ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকেই বাদ পড়েছেন। তবে করোনা বিরতির পর আবার অনুশীলনে ফিরেই লাল বলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত অনুশীলন করেছেন দ্য ফিজ। যদিও প্রথম দিনে বৃষ্টির কারণে বোলিং করতে পারেননি। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে মিরপুরে এসে বল হাতে নেমে পড়েন একাডেমি মাঠে। নতুন লাল বল দিয়ে হালকা রান-আপে বেশ কিছুক্ষন বোলিং করেন, এর পর ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত জিমে অনুশীলন করেন মোস্তাফিজ। তবে তিনি রানিং করেননি।

অন্য বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব সূচি অনুযায়ী অনুশীলন করেছেন।

অন্য দিকে ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট, ১৭, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।