ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ওকসের বিকল্প হিসেবে নর্তসেকে নিল দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ওকসের বিকল্প হিসেবে নর্তসেকে নিল দিল্লি ক্যাপিটালস এনরিখ নর্তসে

আসন্ন আইপিএলকে সামনে রেখে ক্রিস ওকসের বিকল্প হিসেবে পেসার এনরিখ নর্তসের সঙ্গে চুক্তি করেছে দিল্লি ক্যাপিটালস।

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে  নেন ওকস।

২০১৯ সালে ১.৫ কোটি ভারতীয় রুপিতে ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছিল দিল্লি। কিন্তু করোনা ভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে যাওয়ায় দলটির হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তার।  

অন্যদিকে নর্তসের সঙ্গে গত বছর চুক্তি করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কাঁধের চোটের কারণে ছিটকে যান তিনি।  এবার দিল্লিতে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আমি খুবই উল্লসিত। দলটি নিয়ে গত মৌসুমের টুর্নামেন্টে সবাই আলোচনা করেছে। ’ 

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।