ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অনুশীলনে স্বস্তি ফিরে পেলেন রাহি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
অনুশীলনে স্বস্তি ফিরে পেলেন রাহি আবু জায়েদ রাহি।

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহি। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় বাড়িতেই সময় কাটতে হয়েছে তাকে।

তবে সামনে শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে মাঠে নেমেছন রাহি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় ধাপে যুক্ত হয়েছেন তিনি। ফিটনেস নিয়ে প্রথম দিকে চিন্তা থাকলেও ধীরে ধীরে সেটা দূর হয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) বিসিবির তৃতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ দিনের অনুশীলন শেষে রাহি এক ভিডিও বার্তায় এ কথা জানান। এ সময় তিনি আরও জানান স্টেডিয়ামের সুযোগ-সুবিধাও বেশ ভালো। তাই অনুশীলনটাও ভালো হচ্ছে।

রাহি বলেন, 'প্রথমে বলতে গেলে সিলেটে অনুশীলন সুযোগ-সুবিধা অনেক ভালো। আমরা ইনডোর সুবিধা পাচ্ছি, তারপরে জিম ও সেন্টার উইকেট। আমাদের চারজনের জন্য চারটা উইকেট প্রস্তুত করা হয়েছে। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে সুবিধাটা আপ টু মার্ক। নিজেদের ফিটনেসের কথা বলতে গেলে মনে হচ্ছে ভালো, একটু ওপরের লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে আমরা যখন অনুশীলন শুরু করি দুই সপ্তাহ আগে তখন মনে হচ্ছিল কী হবে? পরের দিকে যখন রানিং শুরু হল, ইনডোর, আউটডোর এছাড়া আমাদের হিল রানিংয়ের ব্যবস্থা আছে, তখন মনে হল ফিটনেসটারও ভালো উন্নতি হচ্ছে। '

ফিটনেস লেভেলটা ভালো হলেও এখনো পুরো দমে বোলিং শুরু করতে পারেননি এই ডানহাতি পেসার। ২৭ বছর বয়সী এই পেসার মনে করেন বোলিং শুরু করতে আরও একটু সময় প্রয়োজন।

তিনি বলেন, 'বোলিং ফিটনেসটা আসতে একটু দেরি হবে। এখন আমরা এ জায়গায় বোলিং প্র্যাকটিস নিয়ে কাজ করছি। '

রাহি ছাড়াও সিলেটে আরও অনুশীলন করছেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন, সৈয়দ খালেদ আদমেদ এবং স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।